News71.com
 International
 19 Aug 18, 08:38 AM
 266           
 0
 19 Aug 18, 08:38 AM

নেপালের নতুন রেলপথ করিডোরের দাবীতে ভারতের সম্মতি।।

নেপালের নতুন রেলপথ করিডোরের দাবীতে ভারতের সম্মতি।।


আন্তর্জাতিক ডেস্কঃ রেলপথে ভারত থেকে নেপালে পণ্য পরিবহনে নানা সমস্যার কারণে দুই দেশের সীমান্তে নয়া করিডোর চায় নেপাল। এক্ষেত্রে ভারতেরও আপত্তি নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভুক্তভোগীরা জানান,রেলপথে তাদের পণ্য পরিবহনে অনেক সমস্যা হচ্ছে। রেকের অভাবে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে পণ্য নিয়ে যেতে কালঘাম ছুটছে রপ্তানিকারী সংস্থাগুলো। রক্সৌলে পৌঁছে পরে বীরগঞ্জে শুল্ক বিভাগের গেরো টপকে তা নেপালের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে বলে সেদেশের আমদানিকারী সংস্থাগুলো ভারতকে জানিয়েছে।

এই অবস্থা থেকে মুক্তি পেতেই ভারত-নেপাল সীমান্তে নতুন ‘ট্রানজিট পয়েন্ট’ চাইছে কাঠমান্ডু। এতে আপত্তি নেই ভারতেরও। রক্সৌলের পাশাপাশি নরকতিয়াগঞ্জের কাছে নওতানওয়ায় আরও একটি পণ্য পরিবহন করিডোর খোলার ব্যাপারে একমত হয়েছে দু’দেশ। তাতে ভারত থেকে নেপালে পণ্য নিয়ে যাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন