News71.com
 International
 21 Aug 18, 12:57 PM
 268           
 0
 21 Aug 18, 12:57 PM

প্রধানমন্ত্রী হয়েই পিসিবি প্রধানকে সরিয়ে দিলেন ইমরান।।

প্রধানমন্ত্রী হয়েই পিসিবি প্রধানকে সরিয়ে দিলেন ইমরান।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন।কোনো সাবেক ক্রিকেট তারকার প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস বিশ্বে এটাই প্রথম।ইমরান প্রধানমন্ত্রী হওয়ায় যে দেশটির ক্রিকেটাঙ্গণ এগিয়ে যাবে,রদবদল হবে সেটা আগেই অনুমান করা হয়েছিল। তার শপথের তিন দিনের মধ্যেই পিসিবি প্রধান নাজাম শেঠি পদত্যাগ করলেন।কিন্তু বলা হচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হলো তাকে!প্রবীণ ক্রীড়াসাংবাদিক নাজাম শেঠি দীর্ঘ সময় পিসিবির হাল ধরে রেখেছেন।তার আমলেই পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। টেস্ট ও টি-টোয়েন্টিতেও পেয়েছে দুর্দান্ত সাফল্য। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল।১০ বছর ধরে পাকিস্তানকে একঘরে করে রাখা ক্রিকেটবিশ্বের দুটি দল পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছ নাজাম শেঠির তৎপরতায়। কিন্তু ইমরানের সঙ্গে তার বিবাদ কেন?

নাজাম শেঠিকে অনেক আগে থেকেই দেখতে পারেন না ইমরান। তার রাজনৈতিক কর্মকাণ্ডের বড় সমালোচক ছিলেন নাজাম। ২০১৩ সালে তাদের এই দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছিল। এবার ক্ষমতায় এসেই পিসিবির দিকে নজর দেন ইমরান। নাজাম শেঠিও ভেবেছিলেন তার ভাগ্যে কী আছে, তাই কোনো প্রতিবাদ না করে পদত্যাগ করেন।তবে পাকিস্তানি মিডিয়াগুলো বলছে, নাজাম শেঠিকে পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছিল। নাহলে তাকে বহিস্কারের মতো অপমানজনক উপায়ে সরানো হতো।নাজাম শেঠির পদত্যাগের পর তড়িঘড়ি করে পিসিবির নতুন অভিভাবকও নিয়োগ দিয়েছেন ইমরান। যেন সবকিছু ঠিক করাই ছিল। ভারপ্রাপ্ত প্রধান হিসেবে পিসিবির চেয়ারে বসান হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান এহসান মানিকে। তাকে নাকি দ্রুতই গঠনতন্ত্র অনুসরণ করে সভাপতির পদে নির্বাচিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন