international
 14 Sep 18, 05:56 AM
 42             0

সব শর্ত মেনে নেয়ার পরেও চীনের বাধায় এনএসজির সদস্য হতে পারেনি ভারত  

সব শর্ত মেনে নেয়ার পরেও চীনের বাধায় এনএসজির সদস্য হতে পারেনি ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ সব শর্ত মেনে নেয়ার পরেও ভারত বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর সবচেয়ে শক্তিশালী জোট নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি)-এর সদস্য হতে পারেনি শুধু চীনের বাধায়। কোনও রাখঢাক না রেখে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রধান উপসহকারী সচিব অ্যালিস ওয়েলস।

অ্যালিস ওয়েলস বলেছেন, যত বারই ভারতের সামনে এনএসজি’র সদস্য হওয়ার সুযোগ এসেছে, তত বারই ভেটো দিয়েছে চীন। আর তাতেই বার বার এই দরজাটা ভারতের সামনে বন্ধ হয়ে গেছে। অথচ আমেরিকা প্রতিবার জোরালো সমর্থন করেছে ভারতকে। ওয়েলস বলেছেন, এনএসজি জোটের নিয়ম হলো কোনও বিষয়ে সব সদস্য একমত না হলে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')