News71.com
 International
 14 Sep 18, 05:38 PM
 256           
 0
 14 Sep 18, 05:38 PM

কোনো দেশের সঙ্গেই যুদ্ধে জড়ানোর ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের ।। ইরানি জেনারেল  

কোনো দেশের সঙ্গেই যুদ্ধে জড়ানোর ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের ।। ইরানি জেনারেল   

আন্তর্জাতিক ডেস্কঃ কোনো দেশই এখন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গড়তে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। তিনি আরো বলেন, নানা দিক বিবেচনায় যুদ্ধ করার অবস্থায় নেই যুক্তরাষ্ট্রের। সে কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা নেই ।

গতকাল বৃহস্পতিবার রাতে ইরানের এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, চীন, রাশিয়া, কানাডা, তুরস্ক ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে মার্কিন সরকার। যে কারণে যুক্তরাষ্ট্র অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি একঘরে। হোসেইন সালামি বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার ৪০ বছর পার হয়েছে। এ সময়ের মধ্যে নানা ষড়যন্ত্র করেছে সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করেছে। এখন যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে। শত্রুরা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার দাঁতভাঙা জবাব দিতে সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন