News71.com
 International
 06 Oct 18, 12:19 PM
 238           
 0
 06 Oct 18, 12:19 PM

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলি॥হতাহত শতাধিক  

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলি॥হতাহত শতাধিক   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। শুক্রবার সীমান্তের বাফার জোন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় দখলদার বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ১২৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের বয়স খুব কম। তিনি বলেন, দখলদার বাহিনীর গুলিবর্ষণ ও টিয়ারগ্যাসের তাণ্ডবে ১২৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ নারী ও ৩০ শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

গাজা উপত্যকার ওপর থেকে ১১ বছরের ইসরায়েলি অবরোধের অবসান চান ফিলিস্তিনিরা। দখলদার বাহিনীর তাণ্ডবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যেন নিজ ভূখণ্ডে ফিরতে পারেন সেই দাবি জানিয়ে আসছেন তারা। ২০১৮ সালের ৩০ মার্চ ভূমি দিবস উপলক্ষে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে ফিলিস্তিনিদের বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার বাহিনীর হাতে অন্তত ১৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ হাজার মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন