News71.com
 International
 07 Oct 18, 07:17 AM
 239           
 0
 07 Oct 18, 07:17 AM

সিরিয়ায় অত্যাধুনিক এফ-২২ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় অত্যাধুনিক এফ-২২ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিরোধীদের দীর্ঘদিন ধরেই সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এবার তাদের সহায়তায় এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগেই রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ সংগ্রহের ঘোষণা দিয়েছে সিরিয়া। মূলত সেই ক্ষেপণাস্ত্রের পাল্টা ব্যবস্থা হিসেবেই এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগেও সিরিয়ায় হামলার সময় মার্কিন বাহিনী এফ-২২ এবং এফ-১৬ সিজে বিমান ব্যবহার করেছিল। এর আগে থেকেই সিরিয়ায় ও সংলগ্ন এলাকায় মার্কিন সেনা উপস্থিতি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি আইএসের বিরুদ্ধে যুদ্ধে এসব সেনারা কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন