News71.com
 International
 08 Oct 18, 05:17 AM
 205           
 0
 08 Oct 18, 05:17 AM

পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করল ভারত  

পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করল ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক শক্তিতে নিজেদের আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে গতকাল রবিবার রাতে ভারতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হল দেশটির ওড়িশার বালাসোর থেকে। এদিন বালাসোরের কাছে চাঁদিপুরে টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ করা হয়। এর আগে এ বছরের ২১ ফেব্রুয়ারিতেও রাতের অন্ধকারে পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হয়েছিল। প্রসঙ্গত, ২০০৩ সালে ভারতের অস্ত্রাগারে জায়গা করে নেয় পৃথ্বী-২। এর দৈর্ঘ্য ৯ মিটার। এই মিসাইল ৫০০ থেকে ১০০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। এতে রয়েছে লিকুইড প্রপালসান টুইন ইঞ্জিন। ডিআরডিও'র বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তৎপরতায় এই মিসাইল পরীক্ষা করেছে বিশেষ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন