News71.com
 International
 09 Oct 18, 05:08 AM
 187           
 0
 09 Oct 18, 05:08 AM

শ্রীলংকায় প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে নিহত ৫

শ্রীলংকায় প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় প্রচণ্ড ঝড় ও প্রবল বৃষ্টির কারণে সপ্তাহান্তে কমপক্ষে ৫ জনের প্রাণহানি ও সহস্রাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএমসি) কেন্দ্র এ কথা জানিয়েছে। ডিএমসি’র মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি জানান, শ্রীলংকার দক্ষিণাঞ্চলের কালুতারা ও গ্যালি থেকে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি জানান, প্রচণ্ড বর্ষণের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের বাদুলা, কালুতারা, গ্যালি ও কাগালিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

কোদিপ্পিলি জানান, গতকাল সোমবার সকাল পর্যন্ত পানি হ্রাস পাওয়া অব্যাহত থাকলেও আজ আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা বলবৎ থাকবে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ভজিরা আবেওয়ার্দেনা বলেন, সপ্তাহজুড়ে বর্ষণ অব্যাহত থাকলে দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আরো বলেন, আকস্মিক বর্ষণের কারণে সরিয়ে নেওয়া লোকজনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এ দ্বীপ রাষ্ট্রের অনেক অঞ্চলে আরো বৃষ্টিপাত হতে পারে বলে করে দিয়েছে আবহাওয়া বিভাগ সতর্ক। সর্বশেষ আবহাওয়ার খবরে তারা জানিয়েছে, দেশটির উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোর বিভিন্ন স্থানে এবং গ্যালি, মাতারা ও কালুতারা জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরো জানায়, পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু স্থানে, মধ্যাঞ্চলীয় সাবারাগামুওয়া ও উভা এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন