News71.com
 International
 09 Oct 18, 12:15 PM
 158           
 0
 09 Oct 18, 12:15 PM

যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধে বিশ্ব আরো গরীব এবং বিপজ্জনক হবে বিশ্ব॥ আইএমএফ  

যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধে বিশ্ব আরো গরীব এবং বিপজ্জনক হবে বিশ্ব॥ আইএমএফ   

আন্তর্জাতিক ডেস্কঃ চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ বিশ্বকে আরো গরীব এবং বিপজ্জনক স্থানে পরিণত করবে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের প্রকাশিত বৈশ্বিক অর্থনীতি বিষয়ক সর্বশেষ মূল্যায়নে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সদ্য প্রকাশিত ওই মূল্যায়নে বাণিজ্য যুদ্ধের পরিণতির বিষয়ে বিশ্বকে সতর্ক করা হয়। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) চলতি এবং আগামী বছরে বিশ্ব অর্থনীতির অবনতির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। বৈশ্বিক অর্থনীতির ওই মূল্যায়নে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ অর্থনৈতিক পুনুরুদ্ধারের ক্ষেত্রে একটা মারাত্মক বাঁধা হয়ে দাঁড়াবে।

আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ মাউরি অবসফিল্ড বলেন, যদি নতুন করে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে সেটা নিত্য প্রয়োজনীয় পণ্য, ব্যবসায় এবং বৃহত্তর অর্থনীতির জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বাণিজ্য নীতির প্রতিফলন হলো রাজনীতি এবং রাজনীতি অনেক দেশে এখন স্বাভাবিক অবস্থায় নেই। যার কারণে ভবিষ্যতে আরো অনেক ঝুকির মুখে পড়তে পারে বিশ্ব। উল্লেখ্য, সম্প্রতি চীন মার্কিন পণ্যের ওপর ৬০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ২০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন