News71.com
 International
 10 Oct 18, 05:16 AM
 161           
 0
 10 Oct 18, 05:16 AM

ভারতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ।

ভারতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে হ্যাশট্যাগ মি টু ক্যাম্পেইনের জোয়ারে এবার অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এলো কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য ও ভারতের ডাকসাইটে একজন সাবেক সম্পাদক এম জে আকবরের নাম। ভারতের একজন প্রথিতযশা নারী সাংবাদিক প্রিয়া রামানি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আকবরের নাম করে তার বিরুদ্ধে নির্দিষ্ট যৌন লাঞ্ছনার অভিযোগ এনেছেন। আরো কয়েকজন নারী সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। যৌন লাঞ্ছনার অভিযোগ নিয়ে আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি সরকারি সফরে নাইজেরিয়াতে আছেন বলে জানা গেছে। আকবরের নাম প্রকাশ্যে আসার পর গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে সুষমা স্বরাজের কাছে এ বিষয়ে তদন্ত হবে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ট্যুইটারে প্রিয়া রামানি লিখেছেন,কীভাবে মুম্বাইয়ে নিজের হোটেল কক্ষে ডেকে নিয়ে তার তখনকার সম্পাদক আকবর তার প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করেছিলেন।ঘটনা এখানেই শেষ নয়, প্রেরণা সিং বিন্দ্রা নামে আরেক সাংবাদিক টুইটারে লেখেন, আমাদের পুরো ফিচার টিম নিয়ে যখন মিটিং হচ্ছে,তখনও তিনি সেখানে প্রকাশ্যেই যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন। মেয়েরা অনেকেই আমাকে বলেছিল তাদের তিনি একা হোটেলের ঘরে দেখাও করতে বলেছেন বহুবারই। উল্লেখ্য এম জে আকবর সম্পাদক থেকে রাজনীতিক হয়েছেন। তিনি এক সময় কংগ্রেস দলের সাথে যুক্ত ছিলেন। এসময় তিনি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ঘনিষ্ট ছিলেন।দীর্ঘদিন তিনি কংগ্রেসের সাথে থেকেই নানান সুযোগ সুবিধা ভোগ করেছেন। সর্বশেষ ২০১৪ সালে সাধারণ নির্বাচনের আগেই কংগ্রেসের পরাজয় আঁচ করতে পেরে বিজেপিতে যোগ দিয়ে জায়গা করে নিয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন