News71.com
 International
 30 Jan 16, 01:34 AM
 1038           
 0
 30 Jan 16, 01:34 AM

কলকাতা বইমেলায় আগুন।। নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চলছে

কলকাতা বইমেলায় আগুন।। নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চলছে

নিউজ ডেস্ক : কলকাতায় ৪০তম আন্তর্জাতিক বইমেলার মাঠে আগুন লেগেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে বাংলাদেশ প্যাভিলিয়নের কোনো ক্ষতি হয়নি। বাইপাস লাগোয়া মিলন মেলার গ্রাউন্ডে চলছে এ আন্তর্জাতিক বইমেলা।

তাৎক্ষণিকভাবে জানা গেছে আজ শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ মেলার মাঠের ফুডকোর্টের একটি দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। প্রথমত একটি খাবারের দোকানে আগুন লাগে। এরপরই মুহূর্তে সে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পৌঁছনোর পরপরই মেলার নিজস্ব ফায়ার ফাইটার টিমসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এবারের কলকাতা আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশ ছাড়াও ১৪টি দেশ অংশ নিচ্ছে। ছোট-বড় মিলিয়ে মেলায় মোট ৮০০ স্টল রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন