News71.com
 International
 11 Oct 18, 04:50 AM
 105           
 0
 11 Oct 18, 04:50 AM

স্পেনে তীব্র বৃষ্টি ও হঠাৎ বন্যায় নিহত ১০

স্পেনে তীব্র বৃষ্টি ও হঠাৎ বন্যায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের মালরোকা দ্বীপে তীব্র বৃষ্টি ও হঠাৎ বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হঠাৎ করে পানির ঢেউ এসে গাড়িকে ভাসিয়ে নিয়ে যায়। নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিহতের মধ্যে দুজন ব্রিটিশও রয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। এখনও অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন। স্পেনের স্যান লোরেন্স মেয়র দফতরের কর্মকর্তা অ্যান্টনিও বাউজা বলেন, বিশাল ঝড় হয়েছে। মাত্র দুই ঘণ্টার মধ্যে পানি বেড়ে যায়। আমরা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারিনি। তিনি আরও বলেন, এখন ভয়াবহ দুর্যোগ চলছে। আমরা উদ্ধার কার্যক্রম চালানো শুরু করেছি। কিন্তু বন্যার কারণে সেখানে পৌঁছানো কঠিন। আজ বুধবার সকালেই পানি ও কাদায় ভেসে গেছে বাড়ি ও গাড়ি। রাস্তার পাশে ভাঙা গাড়ি ধাক্কা লেগে আছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যন্ত্রাংশ। স্থানীয় সরকার এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে। উদ্ধারকর্মী ও সেনা মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ওই এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী সানচেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন