News71.com
 International
 11 Oct 18, 05:25 AM
 205           
 0
 11 Oct 18, 05:25 AM

তুরস্কের পশ্চিম উপকূলে নৌকাডুবিতে নিহত ৯।।নিখোঁজ ২৫

তুরস্কের পশ্চিম উপকূলে নৌকাডুবিতে নিহত ৯।।নিখোঁজ ২৫

নিউজ ডেস্কঃ তুরস্কের পশ্চিম উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। তুর্কি কোস্টগার্ড এই তথ্য জানিয়েছে। নৌকাটি কোথা থেকে এসেছে বা কোন উপকূলের দিকে যাচ্ছিলো সেই বিষয়টি স্পষ্ট নয়। দুর্বল কেন্দ্রীয় সরকার আর ইতালির সঙ্গে সীমান্ত থাকার সুযোগে বিপদজনকভাবে গতকাল বুধবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে এই উপকূল ব্যবহার করতে পছন্দ করে শরণার্থী ও অবৈধি অভিবাসন প্রার্থীরা। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে চলতি বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। ফেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবে প্রায় ৯০ জন নিহত হয়। কোস্ট গার্ড জানায়, তুরস্কের ইজমির প্রদেশের উপকূলে কাছেই নৌকাটি ডুবে যায়। রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই নৌকায় পানি উঠতে থাকে। নিখোঁজ অভিবাসীদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে ৩৫ জন অভিবাসী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন