News71.com
 International
 12 Oct 18, 05:30 PM
 198           
 0
 12 Oct 18, 05:30 PM

রাশিয়া ও ইরানের সাথে সখ্যতার জেরে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ভারত

রাশিয়া ও ইরানের সাথে সখ্যতার জেরে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান থেকে তেল আর রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনার দায়ে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ভারত। এমনটাই ইঙ্গিত দিয়েছে আমেরিকা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইঙ্গিত ও আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট-এর মন্তব্য সেই আশঙ্কাকে জোরালো করল। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, এব্যাপারে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। এর একদিন পর হিদার বলেন, ভারত তাদের সহযোগিতা করছে না। অন্যদিকে হোয়াইট হাউসের একটি সূত্র বলছে, ভারতের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প প্রশাসনে মতবিরোধ আছে। কেউ চাইছেন নিষেধাজ্ঞা জারি হোক আবার অনেকে চাইছেন ভারতকে যেন নরম চোখে দেখা হয়। উল্লেখ্য, আমেরিকা প্রশাসন থেকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয় ইরান থেকে তেল কিংবা রাশিয়া থেকে কেউ সামরিক অস্ত্র কিনলে সে দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। ইতিমধ্যে দেশটি চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া থেকে অস্ত্র কেনার দায়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন