News71.com
 International
 13 Oct 18, 06:38 AM
 160           
 0
 13 Oct 18, 06:38 AM

মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপি চুরি করল হ্যাকাররা

মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপি চুরি করল হ্যাকাররা

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ সংবাদ প্রকাশ করেছে। ঘটনা গত ২ অক্টোবরের। ওইদিন স্টেট ব্যাংক অব মরিশাসের মুম্বাই নরিম্যান পয়েন্টের শাখা থেকে ১৪৩ কোটি রুপি হ্যাক হয়ে যায়। এই শাখার বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।

বিষয়টি নজরে আসতেই আঁতকে ওঠেন ব্যাংকের কর্মকর্তরা। তারা মুম্বাই পুলিশের ইকনোমিক অফেন্স উইংকে বিষয়টি অবহিত করেন। খবর দেয়া হয় মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখাও। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ঘটনার সঙ্গে কোনো ম্যালওয়্যার হামলার যোগ আছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কিনা, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত আগস্ট মাসে মহারাষ্ট্রের পুনের একটি বেসরকারি ব্যাংক থেকে ৯৫ কোটি রুপি হাতিয়ে নেয় হ্যাকাররা। সে ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন