News71.com
 International
 14 Oct 18, 05:37 AM
 189           
 0
 14 Oct 18, 05:37 AM

বিজেপিতে যোগ দিলেন ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি রামদয়াল

বিজেপিতে যোগ দিলেন ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি রামদয়াল

আন্তর্জাতিক ডেস্কঃ ছত্তিশগড়ে বড় ধাক্কা খেলো কংগ্রেস। ভারতের বিধানসভা ভোটের আগে কংগ্রেসের ভীত নাড়িয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ’র কুটচাল। বিজেপিতে যোগ দিলেন ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি রামদয়াল। শুধু সভাপতি হিসাবেই নয়, পালি-তানাখার বিধায়কও তিনি। ভোটের আগে রামদয়ালের দলবদল ভোটের আগে অবশ্যই বড় ধাক্কা কংগ্রেসের কাছে। বিজেপি সভাপতি অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন দলত্যাগী ছত্তিশগড়ের সভাপতি রামদয়াল। ইতিমধ্যে ছত্তিশগড়ে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। চলছে জোরদার প্রস্তুতি। এই অবস্থায় খোদ রাজ্যের প্রদেশ সভাপতির দল ত্যাগ জাতীয় কংগ্রেসকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে স্পিকটি নট রাজ্য বিজেপি নেতৃত্বের। যদিও একাংশের দাবি, বিষয়টি হাইকমান্ড থেকে নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে ছত্তিশগড়ে দলকে শক্তপক্ত করতে সেখানে রয়েছেন অমিত শাহ। বুথস্তরের কর্মীদের মনোবল বাড়াতে কাজ করছেন। দলবদল প্রসঙ্গে তিনি বলেছেন, মানুষ মোদী সরকারের উন্নয়নের সঙ্গে থাকতে চায়। আর সেই কারণেই এই দলবদল। পাশাপাশি রামদয়াল বিজেপিতে যোগ দেওয়ার পরে জানিয়েছেন, যে কোনও ভাবেই হোক এই রাজ্যে বিজেপিকে আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন