News71.com
 International
 14 Oct 18, 06:12 AM
 225           
 0
 14 Oct 18, 06:12 AM

ইয়েমেনে আবারও সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা॥ নিহত ১০

ইয়েমেনে আবারও সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা॥ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুদাইদাতে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ অক্টোবর) বিদ্রোহী গোষ্ঠী হুথি ও দেশটির সরকারের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে । দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, জাবাল রাস শহরের একটি চেকপয়েন্টে এ হামলা হয়। এ সময় ওই স্থান দিয়ে একটি বাস যাচ্ছিল। নিহতদের মধ্যে একই পরিবারের ৮জন সদস্য রয়েছেন। তবে হুথি বিদ্রোহীরা বলছে, ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া অন্যদের অবস্থা আশঙ্কাজনক। সৌদি জোটের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পুরো বিষয়টি তদন্ত করা হবে। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারকে ক্ষমতায় বসাতে হস্তক্ষেপ শুরু করে সৌদি জোট। এজন্য হুথি বিদ্রোহীদের উদ্দেশে এ জোট হাজারের বেশি হামলা চালায়। দেশটিতে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের মতো মানুষ। গৃহযুদ্ধের কারণে ইতোমধ্যেই আরব উপসাগরের সবথেকে গরীব রাষ্ট্রে পরিণত হয়েছে ইয়েমেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন