News71.com
 International
 19 Oct 18, 06:07 AM
 174           
 0
 19 Oct 18, 06:07 AM

মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল বৃহস্পতিবার এই হুমকি দেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হডুরাসের আর্থিক সহায়তা কাটছাটের হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের কারণে এই হুমকি দেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল এক টুইটার বার্তায় বলেন,আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি যে মেক্সিকো সরকার যদি নাগরিকদের অনুপ্রবেশ বন্ধ না করে তাহলে সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করা হবে। দেশের দক্ষিণ সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। হডুরাস এবং মেক্সিকো থেকে অনেক নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ। গুয়েতেমালা,হডুরাস এবং এল সালভাদর থেকে অনেক নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। সহিংসতা এবং দারিদ্র্যের কারণে এসব মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময়ে হুমকি দিলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও পানামা হয়ে মেক্সিকো সিটি সফর করবেন। আজ শুক্রবার তার মেক্সিকো প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়োতোর সঙ্গে সাক্ষাত্ করার কথা। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির বিষয়ে তাত্ক্ষনিক কোনো মন্তব্য করেনি মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন