News71.com
 International
 19 Oct 18, 12:07 PM
 220           
 0
 19 Oct 18, 12:07 PM

আফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

আফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে দেহরক্ষীর গুলিতে নিহত হলেন দেশটির নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল আবদুল রাজিক। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মার্কিন সেনা কমান্ডার জেনারেল স্কট মিলার। গতকাল বৃহস্পতিবার আফাগানিস্তানের কাবুলের গভর্নর কার্যালয়ের কম্পাউন্ডে সামরিক বৈঠকের পর মার্কিন দলকে বিদায় দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল রাজিকের পিঠে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে তার দেহরক্ষী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তা নিয়ন্ত্রণে নিতে সেনা সদস্যরা গুলি ছুঁড়লে হামলাকারি নিহত হন। পরে কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেজওয়াল জানান, গোলাগুলির সময় গোয়েন্দা সংস্থা এনডিএ এর একজন স্থানীয় কমান্ডারও। গুরুতর আহত হন প্রাদেশিক গভর্নর জালমে ওয়েসাসহ তিন মার্কিন নাগরিক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে তালেবান। মার্কিন কমান্ডার স্কট মিলার এবং রাজিকই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। তাদের দাবি, কমান্ডার রাজিকের মতো বর্বর কর্মকর্তাকে হত্যাই ছিল তাদের মূল সাফল্য।আগামী ২০ অক্টোবর শনিবারই আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন। শুরু থেকেই নির্বাচন বানচালের হুমকি দিয়ে আসছিল তালেবানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন