News71.com
 International
 21 Oct 18, 04:42 AM
 186           
 0
 21 Oct 18, 04:42 AM

রাশিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরন চুক্তি থেকে সরে আসছে আমেরিকা  

রাশিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরন চুক্তি থেকে সরে আসছে আমেরিকা   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি থেকে সরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পদক্ষেপের ফলে উভয় দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ১৯৮৭ সালে সই হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি অনুযায়ী ৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত উৎক্ষেপণ করা যাবে না।

সাংবাদিকদের ট্রাম্প বলেন,রাশিয়ার চুক্তিটি মেনে চলছে না। তাই যুক্তরাষ্ট্র এটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়া বলে,একক পরাশক্তি হওয়ার স্বপ্ন থেকেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালেও চুক্তিভঙ্গে অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ইউরোপ নেতারা চুক্তি হতে বেরিয়ে আসলে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে হুঁশিয়ারি করার পর কোন পদক্ষেপ নেননি ওবামা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন