News71.com
 International
 23 Oct 18, 01:00 PM
 251           
 0
 23 Oct 18, 01:00 PM

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করলেন মার্কিন অর্থমন্ত্রী মানচিন॥

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করলেন মার্কিন অর্থমন্ত্রী মানচিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানচিন। সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যেই রিয়াদে সৌদির এই প্রভাবশালী যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। খাসোগিকে হত্যার কথা স্বীকার করার একদিন পরই তাদের মধ্যে এই সাক্ষাৎ হলো। এই হত্যাকাণ্ডকে চরম ভুল বলেও বর্ণনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই হত্যাকাণ্ডে নির্দেশের অভিযোগের তীর সৌদি যুবরাজের দিকে। তবে হত্যাকাণ্ডে যুবরাজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে সৌদি। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মানচিন ও যুবরাজ নিজেদের মধ্যে অর্থনৈতিক ও সন্ত্রাস দমন নিয়ে আলোচনা হয়েছে। আর সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, তারা দুজন দু’দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। মানচিন এমন এক সময়ে রিয়াদ গেলেন যখন বিশ্বের অনেক নেতৃবৃন্দই রিয়াদে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলন বর্জন করেছেন। খাসোগি হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য তদন্ত দাবি করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মারকেল। অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দু’দেশের মধ্যে বিলিয়ন ডলারের নিরাপত্তা চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। তবে সৌদি আরবের আঞ্চলিক মিত্র কুয়েত ও যুক্তরাষ্ট্র তাদের সমর্থন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন