News71.com
 International
 08 Nov 18, 11:23 AM
 195           
 0
 08 Nov 18, 11:23 AM

ভারতের সামরিক ঘাঁটিতে সাইবার হামলার ছক কষছে চীনের হ্যাকারা

ভারতের সামরিক ঘাঁটিতে সাইবার হামলার ছক কষছে চীনের হ্যাকারা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সেনা ঘাঁটিগুলিকে টার্গেট করছে চীন। সেরকমই খবর আছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলির হাতে। ভারতকে অস্ত্রে ঘায়েল করতে চাইছে না চীন। সাইবার হামলায় সব তথ্য তছনছ করে দিতে চাইছে। এর জন্য তৈরি হয়ে আছে চীন সেনাদের এক গোপন ইউনিট। ভারতের গোয়েন্দা সূত্রের খবর, এই সাইবার ওয়ারফেয়ার চালাতে তেরি হচ্ছে চীনের গোপন ইউনিট Unit 61398. এদের হেডকোয়ার্টার সাংহাইতে। চীনের গোয়েন্দা অফিসারদের সঙ্গে এই হামলা চালাতে প্রস্তুত হচ্ছে একগুচ্ছ হ্যাকার। এর আগেও বিদেশি সংস্থায় হামলা চালানোর অভিযোগ উঠেছে Unit 61398 ইউনিটের বিরুদ্ধে। তাই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিভিন্ন ম্যালওয়্যারের সাহায্যে তথ্য চুরি করে নেয় Unit 61398। এরা চীন সেনার স্ট্র্যাটেজিক ফোর্সের অংশ। গত অক্টোবরেই আমেরিকা জেট ইঞ্জিন ডেটা হ্যাক করার অভিযোগ এনেছে এক চিনা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে। চীনে এয়ারক্রাফট তৈরির কাজের জন্যই আমেরিকার এই তথ্য শেয়ার করেছিল চীন, এমনটাই অভিযোগ। ভারতই সম্প্রতি দেশের মাটিতে বেশ কয়েকটি এয়ারক্রাফট তৈরি করেছে। সদ্য জলে নেমেছে নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহন্ত। তাই ভারতের সামরিক শক্তিতে চীনের নজর বাড়ছে বলে গোয়েন্দাদের অনুমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন