News71.com
 International
 29 Nov 18, 11:18 AM
 144           
 0
 29 Nov 18, 11:18 AM

ব্রিটেনের ৫০পাউন্ডের নতুন নোটে আসছে ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছবি

ব্রিটেনের ৫০পাউন্ডের নতুন নোটে আসছে ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের নতুন ৫০ পাউন্ডের নোটে আসছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছবি। সম্প্রতি ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে ২০২০ সালে আসবে ৫০ পাউন্ডের নতুন নোট। এই নতুন নোটে কার ছবি থাকবে তা নির্ধারণ করতে এক মনোগ্রাহী পদ্ধতি নিয়েছিল ব্রিটেন৷ সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল ৫০ পাউন্ডের নতুন নোটে থাকবে কোন বিখ্যাত বিজ্ঞানী ছবি৷ তবে সেই বিজ্ঞানিকে ব্রিটেনের বিজ্ঞানচর্চায় অবদান থাকতে হবে৷ এখানেই মনোনীত হয়েছে জগদীশচন্দ্র বসুর নামও।

ব্যাংক অফ ইংল্যান্ডে এখনও পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১১২ জন বিজ্ঞানীর নাম পাঠানো হয়েছে। ব্যাংক অফ ইংল্যান্ডের সমীক্ষার প্রথম পর্যায়ে মনোনীতদের মধ্যে জগদীশচন্দ্র বসুর নাম রয়েছে।এই তালিকায় রয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, গ্রাহাম বেল ও অন্যরা। আগামী ১৪ ডিসেম্বরের পর এনিয়ে বিচার বিবেচনা করবে ব্যাংক অফ ইংল্যান্ড। এই তালিকার অন্য ৬০০ জন পুরুষ ও ২০০ জন নারীর মধ্যে রয়েছেন কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিং এবং অ্যাডা লোভেলেস, বিজ্ঞানী জন স্নো, জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিক মুর প্রমুখ। ব্রিটেনের নতুন ৫০ পাউন্ডের নোটের ছবির ব্যবহারের সব থেকে এগিয়ে আছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন