News71.com
 International
 29 Nov 18, 11:22 AM
 268           
 0
 29 Nov 18, 11:22 AM

সম্পর্ক উন্নয়নে ভারত এক পা অগ্রসর হলে পাকিস্তান দুই পা অগ্রসর হবে ॥ প্রধানমন্ত্রী ইমরান

সম্পর্ক উন্নয়নে ভারত এক পা অগ্রসর হলে পাকিস্তান দুই পা অগ্রসর হবে ॥ প্রধানমন্ত্রী ইমরান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,তার ক্ষমতাসীন দল ও দেশের প্রভাবশালী সেনাবাহিনী ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ও বিরোধপূর্ণ সম্পর্কের অবসান চায়। বন্ধুত্ব স্থাপনের জন্য ভারত এক পা অগ্রসর হলে পাকিস্তান দুই পা অগ্রসর হবে বলেও জানান ইমরান খান। ইমরান খান বলেন, এক্ষেত্রে পাকিস্তানের ক্ষমতাসীন দল, অন্যান্য রাজনৈতিক দল, সেনাবাহিনী ও জনগণ অভিন্ন অবস্থান গ্রহণ করেছে। গতকাল বুধবার পাঞ্জাব প্রদেশের কারতারপুরে ভারতের সঙ্গে একটি সীমান্ত ক্রসিং উদ্বোধন করার সময় এ মন্তব্য করেন ইমরান খান। এসময় ইমরান খান বলেন, তার সরকার ও সেনাবাহিনী ভারতের সঙ্গে একটি সুসভ্য বন্ধুত্বপূর্ন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার দৃঢ় ইচ্ছা প্রকাশ করে পাক ইমরান খান বলেন,শুধুমাত্র আলোচনা এবং মানবতার প্রতি অগাধ সম্মান প্রদর্শনের মাধ্যমেই কেবল কাশ্মির বিতর্কের অবসান ঘটানো সম্ভব।

ইমরান খান আরো বলেন,ভারত ও পাকিস্তানের মতো দু টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যারা যুদ্ধের কথা বলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ইমরান খান বলেন,পরমাণু যুদ্ধে দুই পক্ষই পরাজিত হয়। ঘৃণা পোষণ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। ইমরান খান বলেন,গত ৭০ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতাই কেবল বেড়েছে। এর পেছনে দুই দেশেরই ভূমিকা রয়েছে বলে ইমরান খান মন্তব্য করেন। ইমরান খান আরও বলেন,সম্পর্ক উন্নয়নের জন্য যখনই দু পক্ষ এক পা অগ্রসর হয়েছে তখন এমন কিছু ঘটনা ঘটেছে যাতে দুই পা পিছিয়ে যেতে হয়। পরস্পরকে দোষারোপের নীতি থেকে বেরিয়ে ইমরান খান ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন