News71.com
 International
 30 Nov 18, 05:15 AM
 109           
 0
 30 Nov 18, 05:15 AM

৮টি দেশের ৩০টি কৃত্রিম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতীয় ইসরো॥  

৮টি দেশের ৩০টি কৃত্রিম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতীয় ইসরো॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভিসি৪৩ রকেটে করে ভারতীয় হাইসিসসহ আটটি দেশের আরও ৩০টি কৃত্রিম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। আজ বৃহস্পতিবার সকালে ৯টা ৫৮ মিনিটে ইসরো’র পিএসএলভি রকেটে করে দেশটির প্রথম হাইপারস্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট (হাইসিস) এবং ৩০টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে লঞ্চ করা হয়। পিএসএলভির ৪৫তম অভিযান চালালো ইসরো।


এছাড়া ৩০ বিদেশি স্যাটেলাইটের মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। ৩৮০ কেজির উন্নত মানের এই হাইসিস স্যাটেলাইট পৃথিবীর ওপর নজরদারি চালাবে। ১১২ মিনিটের যাত্রা শেষে হাইসিসকে সূর্যের সমান্তরাল মেরু ৬৩৬ কিলোমিটার কক্ষপথে বসিয়েছে পিএসএলভিসি৪৩। এছাড়াও আট দেশের এক মাইক্রো ও ২৯ ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিয়েছে। যাদের ৫০৪ কিলোমিটার কক্ষপথে বসাবে পিএসএলভিসি৪৩। ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিলো অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া, স্পেন, কানাডা, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের স্যাটেলাইট। গত ২৫ বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৫২টি ভারতীয় ও ২৮টি দেশের ২৩৯টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন