News71.com
 International
 01 Dec 18, 04:31 AM
 134           
 0
 01 Dec 18, 04:31 AM

কৃষক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি়॥  

কৃষক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি়॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষি ঋণ মওকুফ এবং ফসলের ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দাবি আদায়ে আজ শুক্রবারও ৮ হাজারের বেশি কৃষক সংসদ ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন। সংকট সমাধানে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তারা। নির্বাচনের আগে এমন কৃষক অসন্তোষ বিজেপি সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে সেদেশের বিভিন্ন গণমাধ্যম। আবারও কৃষকদের বিক্ষোভে উত্তাল নয়া দিল্লির রাজপথ। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন আর কণ্ঠে মোদি প্রশাসন বিরোধী স্লোগান। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে জড়ো হয়ে শুক্রবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেন হাজার হাজার মানুষ।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু'দিনের কৃষক সমাবেশ আজ শুক্রবার আরও জোরদার হয়। শেষদিনে রামলীলা ময়দান থেকে শুরু হয় সংসদ ভবন যাত্রা। তাদের কর্মসূচি ঘিরে সংসদ এলাকায় মোতায়েন করা হয় সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ। আন্দোলনে শামিল হয়েছে দু'শো কৃষক সংগঠন। তবে মূল নেতৃত্বে রয়েছে ইন্ডিয়া কিষাণ সংহর্ষ কোঅর্ডিনেশন কমিটি। কৃষকরা বলছেন, গেলো কয়েক বছরে উৎপাদন খরচ বেড়েছে দেড়গুণ, অথচ তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই তাদের দাবি, সংসদ অধিবেশন ডেকে সমস্যার সমাধান করার। সবশেষ গত দোসরা অক্টোবর কৃষকরা যখন দিল্লিতে বিক্ষোভ করেন তখন তাদের জলকামান, কাঁদানে গ্যাস, ব্যরিকেড দিয়ে মোকাবিলা করে পুলিশ। সেসময় আশ্বাস মিললেও সমস্যার কোনো সমাধান পাননি তারা। আগের কর্মসূচিগুলোতে বিরোধীদল কংগ্রেসও কৃষক আন্দোলনে সমর্থন জানায়। কৃষক নেতাদের মত, নরেন্দ্র মোদি সরকারের আমলেই তাদের রাস্তায় নামতে হয়েছে সবচেয়ে বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন