News71.com
 International
 06 Dec 18, 04:27 AM
 160           
 0
 06 Dec 18, 04:27 AM

সৌদি বাদশাহ’র আমন্ত্রণে সাড়া দিলেননা কাতারের আমির॥

সৌদি বাদশাহ’র আমন্ত্রণে সাড়া দিলেননা কাতারের আমির॥

আন্তর্জাতিক ডেস্কঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) আসন্ন সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। আগামী ৯ ডিসেম্বর রিয়াদে জিসিসির সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে কাতার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার একদিন পর গতকাল মঙ্গলবার সৌদি বাদশাহ জিসিসির সম্মেলনে দোহাকে আমন্ত্রণ জানান। সম্মেলনের জন্য সৌদি বাদশাহর আমন্ত্রণও পেয়েছেন কাতারের আমির। জিসিসির বাহরাইনি মহাসচিব আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি ওই আমন্ত্রণপত্র কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির কাছে হস্তান্তর করেছেন। তবে কাতারের আমির সৌদি বাদশাহর আমন্ত্রণে সাড়া দিয়ে সম্মেলনে যাবেন কি-না সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

২০১৭ সালের ৫ জুন সৌদি নেতৃত্বাধীন জিসিসির সদস্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জিসিসির বাইরের দেশ মিসর কাতারের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ আরোপ করে। সৌদি নেতৃত্বাধীন এসব দেশ সেই সময় কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনে। কিন্তু কাতার বরাবরই সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। গত বছর কুয়েতে জিসিসির সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ওই সম্মেলনে সদস্য রাষ্ট্রের প্রধানরা অংশ নেননি। রাষ্ট্রের প্রধানদের পরিবর্তে মন্ত্রী অথবা উপ-প্রধানমন্ত্রীরা অংশ নেন। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর বিরোধ প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে কুয়েত। জিসিসির ছয় সদস্য রাষ্ট্রই রিয়াদে আসন্ন সম্মেলনে অংশ নেবে বলে প্রত্যাশা করেছে কুয়েত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন