international
 06 Dec 18, 04:56 AM
 15             0

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া॥  

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় ফের কম্পন৷ আজ বৃহস্পতিবার মধ্যরাতে কেঁপে উঠল দেশ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫৷ জানা গেছে, এবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল লম্বোক রিজিয়ন৷ ভূমিকম্পের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷

সাম্প্রতিক অতীতে একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে এখানকার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে জোরালো ভূমিকম্প ও সুনামিতে তছনছ হয়ে যায় গোটা শহর৷ ৭.৫ তীব্রতার কম্পন ও সুনামিতে সেখানে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়৷ পৃথিবীর কম্পনপ্রবণ দেশগুলির মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা দ্বীপে সবচেয়ে বড় ভূমিকম্প হয়। যার জেরে সুনামির কবলে পড়ে আশেপাশের ১৩টি দেশ, যাদের মধ্যে ভারতও ছিল। ইন্দোনেশিয়াতে সেসময় মৃতের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। সব দেশ মিলিয়ে দু’লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')