News71.com
 International
 06 Dec 18, 05:06 AM
 169           
 0
 06 Dec 18, 05:06 AM

২০১৮ সালের সেরা ১০ সমুদ্র সৈকত॥শীর্ষে গ্রিসের নাভাগিও বিচ  

২০১৮ সালের সেরা ১০ সমুদ্র সৈকত॥শীর্ষে গ্রিসের নাভাগিও বিচ   

আন্তর্জাতিক ডেস্কঃ সোনালি তটরেখা, সোনালি বালি আর কাঁচের মতো স্বচ্ছ জল, চারপাশে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, নিরালা জায়গা বিশ্বের সেরা সাগরতীরগুলোতে মেলে এমন পরিবেশ। ২০১৮ সালের তেমন সেরা ১০টি সৈকতের একটি তালিকা তৈরি হয়েছে। ১২০০’রও বেশি পর্যটন বিষয়ক সাংবাদিক, সম্পাদক, ব্লগার ও সংস্থার মতামত নিয়ে এই তালিকা তৈরি করেছে কানাডার ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান ফ্লাইট নেটওয়ার্ক। সৈকতের অতুলনীয় সৌন্দর্য, জনশূন্য আর বালি ও জলের গুণমান বিচার করা সাজানো তালিকায় শীর্ষে আছে গ্রিসের জাকিনতস দ্বীপের নাভাগিও বিচ। এরপরেই স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার হুইটসানডে দ্বীপের হোয়াইট হ্যাভেনি বিচ। তিন নম্বরে রয়েছে ফিলিপাইনের এল নিদো। চারে জায়গা করে নিয়েছে ব্রাজিলের উপকূলীয় অঞ্চলের প্রাইয়া দ্যু সেন্তু। আইসল্যান্ডের কৃষ্ণবালি, থাইল্যান্ডের নয়নাভিরাম প্রাকৃতিক রূপ, বাহামাসের গোলাপি বালি বিশ্বে চোখজুড়ানো সৈকতের অভাব নেই। কোনটা ছেড়ে কোনটাতে যাবেন। এমন দ্বিধায় পড়া স্বাভাবিক। তবে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে ২০১৮ সালের সেরা ১০ সমুদ্র সৈকতের তালিকাঃ-

১। গ্রিসের জাকিনতস দ্বীপের নাভাগিও বিচ।
২। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের হোয়াইট হ্যাভেন বিচ।
৩। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের এল নিদো।
৪। ব্রাজিলের প্রাইয়া দ্যু সেন্তু।
৫। মেক্সিকোর তুলুম বিচ।
৬। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গ্রেস বে।
৭। ক্যারিবীয় সাগরে সেভেন মাইল বিচ।
৮। পূর্ব আফ্রিকার আঁস সোর্স দারজ্যঁ।
৯। থাইল্যান্ডের কোহ ফি ফি লে দ্বীপের মায়া বিচ।
১০। কিউবার বারাদেরো বিচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন