News71.com
 International
 06 Dec 18, 05:39 AM
 174           
 0
 06 Dec 18, 05:39 AM

জাপানের দুটি মার্কিন মেরিন বিমান বিধ্বস্ত॥

জাপানের দুটি মার্কিন মেরিন বিমান বিধ্বস্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে যুক্তরাষ্ট্রের দুটি মেরিন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে সাতজন মার্কিনি ছিলেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। জাপানের ওকিনওয়াতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে হাজার হাজার মার্কিন সেনা কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা দ্বীপটিতে অবস্থান করছে। এতে ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। দ্বীপের বাসিন্দাদের আন্দোলনের মুখেও মার্কিন সেনা ঘাঁটি সরানো হয়নি। মার্কিন মেরিন কর্মকর্তারা জানান, বিধ্বস্ত বিমান দুটি ছিলো কেসি-১৩০ ও এফ/এ-১৮ মডেলের। হিরোশিমার কাছে ইয়াকুমিতে বিধ্বস্ত হয় বিমান দুটি। এখন পর্যন্ত একজনকে উদ্ধার করেছে জাপানি উদ্ধারকারী বাহিনী। তবে এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির সরকার। এক টুইটে মেরিন জানায়, গতকাল বুধবার দুপুর ২ টার সময় এই ঘটনা ঘটে। কেসি-১৩০ তে ৫ জন ও এফ/এ-১৮ বিমানে ২ জন ক্রু ছিলেন। এক বিবৃতিতে মার্কিন মেরিন জানায়, আমরা জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ। উদ্ধার হওয়া একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন