News71.com
 International
 07 Dec 18, 05:30 AM
 147           
 0
 07 Dec 18, 05:30 AM

জাতিসংঘে নতুন মার্কিন দূত হচ্ছেন হেদার নোয়ার্ট

জাতিসংঘে নতুন মার্কিন দূত হচ্ছেন হেদার নোয়ার্ট

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নোয়ার্টকে নিয়োগের ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময় ফক্স নিউজে প্রেজেন্টার হিসেবে কাজ করতেন নোয়ার্ট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাবেক ডেপুটি উপদেষ্টা দিনা পাওয়েল ও ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে এই পদে নিয়োগ দেওয়ার প্রাথমিক গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত হতে যাচ্ছে। এবছরের অক্টোবরে জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন দূত নিকি হ্যালি বছর শেষে পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। আর তার দায়িত্ব নিতে যাওয়া নোয়ার্ট ২০১৭ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পান। সরকারি চাকরিতে এটাই তার প্রথম নিয়োগ। এ বছরের মার্চে তাকে বাড়তি দায়িত্ব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, আজ শুক্রবার টুইট করে নোয়ার্টের নিয়োগের খবর জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন