News71.com
 International
 07 Dec 18, 03:55 PM
 106           
 0
 07 Dec 18, 03:55 PM

পশ্চিমতীরে ৬ মাসের জন্য জেরুজালেম গভর্নর গাইথের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ইসরাইল॥  

পশ্চিমতীরে ৬ মাসের জন্য জেরুজালেম গভর্নর গাইথের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ইসরাইল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ পশ্চিম তীরে ছয় মাসের জন্য জেরুজালেমের গভর্নর আদনান গাইথের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। আজ শুত্রুবার আদনানের হাতে এই নির্দেশ পৌঁছে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের অন্যতম প্রধান বিবেচনা জেরুজালেমের মর্যাদা। পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে থাকে ইসরায়েল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর দখলকৃত পূর্ব জেরুজালেমেও নিজেদের শাসন ধরে রেখেছে দেশটি।


তবে পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক সম্প্রদায়ও পুরো শহরের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয় না। অক্টোবরে জেরুজালেমের গভর্নর আদান গাইথকে গ্রেফতার করেছিলো ইসরায়েলি পুলিশ। পরে দুইদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর আবারও গ্রেফতার হন গাইথ। নতুন নির্দেশনা অনুযায়ী ৫ জুন ২০১৯ সাল পর্যন্ত তিনি পশ্চিমতীরে প্রবেশ করতে পারবেন না। ইসারেয়ি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই নির্দেশনা জারি করে। মেজর জেনারেল নাদাভ পাড়ান জেরুজালেমের গভর্নরকে পশ্চিমতীরের জন্য হুমকি বলে উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন