News71.com
 International
 08 Dec 18, 05:26 AM
 165           
 0
 08 Dec 18, 05:26 AM

ডলারের পরিবর্তে রুপিতেই ইরান থেকে তেল আমদানি করবে ভারত॥

ডলারের পরিবর্তে রুপিতেই ইরান থেকে তেল আমদানি করবে ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান থেকে তেল আমদানির মূল্য ডলারের পরিবর্তে রুপিতে পরিশোধ করবে ভারত। গতকাল শুত্রুবার দুই দেশেরে মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। ভারত এতদিন ইরানকে তেলের মূল্য ইউরো দিয়ে পরিশোধ করছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করায় ভারতের সেই সুবিধা বন্ধ হয়। পরে তুরস্কের একটি ব্যাংকের মাধ্যমে লেনদেন করছিল ভারত-ইরান। লেনদেন আরো সহজ করতে ভারতীয় ব্যাংকের মাধ্যমে রুপির বিনিময়ে লেনদেনের এ চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত ৫ নভেম্বর থেকে ইরানের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে ৮টি দেশ; যার মধ্যে ভারত অন্যতম। তবে দিনে ৩ লাখ ব্যারেলের বেশি তেল নিতে পারবে না ভারত। উল্লেখ্য, ভারতীয় কোম্পানিগুলোর কাছে ইরান থেকে তেল নেয়া সবচেয়ে আকর্ষণীয়। ইরান ভারতকে ৬০ দিনের ক্রেডিটে তেল নেয়ার সুযোগ দিয়ে থাকে। এতদিন অন্যের জাহাজে তেল পাঠাতে হতো ইরানকে। কিন্তু এখন থেকে ইরানি জাহাজেই তেল আসবে ভারতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন