News71.com
 International
 08 Dec 18, 12:17 PM
 143           
 0
 08 Dec 18, 12:17 PM

রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউক্রেনে সতর্কতা জারি  

রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউক্রেনে সতর্কতা জারি   

আন্তর্জাতিক ডেস্কঃ অচলাবস্থা নিরসনে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ-ও.এস.সি.ই-এর মহাসচিব। তার এমন আহ্বানের মধ্যেই আটক নাবিকদের বিচারের আগে ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। চলমান এ উত্তেজনার মধ্যেই ক্রিমিয়া উপকূলে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার হুমকি মোকাবিলায় কের্চ প্রণালিতে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় জাহাজ ও নাবিকদের আটকের প্রতিবাদে আজ শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে জড়ো হয় কয়েকশ মানুষ। এসময় রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতার অভিযোগ এর তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। দেশটির কট্টর ডানপন্থীদের আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে রুশ আগ্রাসন বন্ধে রাশিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের পাশাপাশি ইউক্রেন সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। জনগণ সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার মালিক। রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আমাদের আর সমাধান হবে না। সামরিক আইন জারি করে কোনো ফল আসেনি। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি দেশটির ওপর অবরোধ আরোপের দাবি জানাচ্ছি আমরা।

এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে আলোচনায় বসে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপের নিরাপত্তা বিষয়ক জোট-ও.এস.সি.ই-এর মহাসচিব। ইতালির মিলানে অনুষ্ঠিত জোটের সম্মেলনে অংশ নিয়ে এ দাবি জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মহাসচিব, ও.এসন.সি.ই থোমাস গ্রেমিনজার বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক প্রতিযোগিতা যুদ্ধে রুপ নিলে মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। উসকানি নয় বরং আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। অ্যাজভ সাগরে যে ঘটনা ঘটেছে তা কূটনেতিকভাবে সমাধান করতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে আমার। তবে এ আহ্বানকে আমলে নিচ্ছে না মস্কো। একই সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আটক নাবিকদের বিচারের পরই কেবল ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, অনুপ্রবেশের দায়ে রাশিয়ার নিজস্ব আইনের মাধ্যমে তাদের বিচার হবে। এরপর আমরা তাদেরকে ফেরত দেয়ার বিষয়টি ভেবে দেখবো। তবে সবকিছুই আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এরমধ্যেই ক্রিমিয়া উপকূলে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেন জলসীমার কাছে বেশ কয়েকটি রুশ জাহাজ টহল দিতে দেখা যায়। এমন প্রেক্ষাপটে কার্চ প্রণালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইউক্রেন। এছাড়া, অঞ্চলটিতে শিগগিরই যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন