News71.com
 International
 09 Dec 18, 07:43 AM
 175           
 0
 09 Dec 18, 07:43 AM

ইকুয়েডরে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প  

ইকুয়েডরে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে ২ নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিকটবর্তী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল ৯টা ১২ মিনিটে দক্ষিণ আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে পুয়ের্তাস নেগরেস, গুয়ানো ও চাঞ্চির পাওয়ার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এলাকাগুলোর বাসিন্দারা। বাড়িগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিধস হয়েছে। রাজধানী কুইটোতেও ভূকিম্পন অনুভূত হয়েছে। দেশটির স্থানীয় ভূতাত্ত্বিক ইনস্টিউট জানায়, ভূমিকম্পের পর পাঁচটি আফটারশক হয়েছে। ইকুয়েডরে এমন ভূমিকম্পের ঘটনা প্রথম নয়। গত ২০১৬ সালের ১৬ এপ্রিলে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিধ্বংসী ওই ভূমিকম্পে ৬৭৩ জন লোক মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন