News71.com
 International
 10 Dec 18, 07:16 AM
 133           
 0
 10 Dec 18, 07:16 AM

ইয়েমেনে ইরানি প্রভাব ঠেকাতে সৌদির পাশেই থাকবে যুক্তরাষ্ট্র  

ইয়েমেনে ইরানি প্রভাব ঠেকাতে সৌদির পাশেই থাকবে যুক্তরাষ্ট্র   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রতি সহায়তা অব্যাহত রাখার পক্ষে গতকাল রবিবার বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। দেশটি চায় না, ইয়েমেনে কোনও ইরানি প্রভাব টিকে থাকুক, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে নস্যাৎ করতে পারে। শুধু ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নয়, ইয়েমেনে সৌদি যুদ্ধ জোট আল কায়েদা ও ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধেও যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি বিদ্রোহী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট সালেহর সমর্থকরা জোটবদ্ধ হয়ে রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে নির্বাসনে যান। যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা চালানো শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। কিন্তু সমস্যা হয় দেখা দেয় ইয়েমেনে সৌদি যুদ্ধ জোটের নির্বিচার বোমা হামলায় সাধারণ বেসামরিক মানুষের মৃত্যু বাড়তে থাকায়। ইয়েমেনে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে কবর দিতে জড়ো হওয়া মানুষের সমাবেশ, সব স্থানেই বোমা ফেলেছে সৌদি আরব। আর এসব অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন