News71.com
 International
 10 Dec 18, 07:17 AM
 137           
 0
 10 Dec 18, 07:17 AM

মিয়ানমারের প্রশংসা করে কড়া সমালোচনার স্বীকার টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে ।।  

মিয়ানমারের প্রশংসা করে কড়া সমালোচনার স্বীকার টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা মুসলিমদের নীপিড়নকারী মিয়ানমারের প্রশংসা করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়া টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে। এর আগে নভেম্বরে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কয়েকটি টুইটার বার্তায় টুইটারের প্রতিষ্ঠাতা মিয়ানমার ভ্রমণের প্রশংসা করেন ।

টুইটারে তিনি লিখেছেন, জন্মদিন উপলক্ষে ১০ দিনের জন্য তিনি গত মাসে মিয়ানমারের উত্তরাঞ্চলে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা তার জন্য খুবই সুখকর ছিল। তিনি তার অনুসরণকারীদের মিয়ানমারের ঘুরতে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মিয়ানমার অত্যন্ত সুন্দর দেশ। সেখানকার মানুষরা খুবই সুন্দর। সেখানকার খাবার অসাধারণ। রোহিঙ্গাদের উপেক্ষা করায় তার সমালোচনা শুরু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন