News71.com
 International
 11 Dec 18, 05:19 AM
 245           
 0
 11 Dec 18, 05:19 AM

আজ থেকে শুরু হচ্ছে ভারত-চীনের যৌথ সামরিক মহড়া॥

আজ থেকে শুরু হচ্ছে ভারত-চীনের যৌথ সামরিক মহড়া॥

আন্তর্জতিক ডেস্কঃ ডোকলামে ৭৩ দিনের সংঘাতের পর ভারত ও চীনের সম্পর্কের অবনতি হয়েছিল। তারপর এই প্রথমবার ফের যৌথ সেনা মহড়ায় নামছে ভারত ও চীন। আজ থেকে শুরু হচ্ছে এই মহড়া। সূত্রে জানা গেছে, চীনের চেংডু শহরে ১২ দিন ধরে এই মহড়া চলবে। আড়াই বছর আগে দুই দেশের মধ্যে শেষবার এই যৌথ মহড়া হয়েছিল। ডোকলাম কাণ্ডের ফল সম্পর্কে এতটাই তিক্ত ছিল দুই দেশের সম্পর্ক যে এরপর মহড়ার কোন প্রশ্নই ওঠেনি। দুই দেশের পক্ষ থেকেই কোন উদ্যোগ নেওয়া হয়নি। প্রত্যেকটি দেশ থেকে অন্তত ১০০ জন সেনা যোগ দেবেন এই মহড়ায়। এটি ভারত-চীনের সপ্তম যৌথ মহড়া। এতে মূলত সন্ত্রাস-দমনেই জোর দেওয়া হবে বলে জানিয়েছে চীনের সামরিক বিভাগ। আগামী ২৩ ডিসেম্বর শেষ হবে ওই মহড়া। এই মহড়ার নাম ‘হ্যান্ড টু হ্যান্ড’ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন