international
 11 Jan 19, 12:13 PM
 37             0

বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।  

বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ড অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুত্রুবার তিনি ঘোষণা দিয়েছেন, চলমান শাটডাউন পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এই সফর বাতিল করতে হচ্ছে তাকে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ অনুমোদনের প্রশ্নে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা না হওয়ায় ২০ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে চলছে আংশিক শাটডাউন। তারপরও দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছেন ট্রাম্প। কংগ্রেসের নিম্ন কক্ষ (প্রতিনিধি পরিষদ) এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে। সম্প্রতি প্রতিনিধি পরিষদ একটি বাজেট বিল পাস করলেও তাতে মেক্সিকো সীমান্তের জন্য তহবিল বরাদ্দ রাখা হয়নি। এক টুইটবার্তায় ট্রাম্প বলেনে, সীমান্তে নিরাপত্তা প্রশ্নে ডেমোক্রেটদের একগুঁয়েমির কারণে আমি খুবই সম্মান রেখে ও বিনয়ের সঙ্গে দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের সফর বাতিল করছি। আয়োজকদের জন্য শুভকামনা। আমি তাদের কাছে ক্ষমাপ্রাথী।

গত বছর সম্মেলনটিতে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবারও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে যাওয়ার কথা ছিলো তার। শাটডাউন নিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, অচলাবস্থা দীর্ঘায়িত হলেও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন না। সর্বশেষ গত বুধবার ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠককে সময় নষ্ট বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। এক টুইটে তিনি জানান,শীর্ষ ডেমোক্রেটদের বাই-বাই বলতে হয়েছে তাকে। আলোচনায় অচলাবস্থা চলার মধ্যেই বৃহস্পতিবার টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালির ম্যাকঅ্যালেনে একটি সীমান্ত টহল স্টেশন পরিদর্শনে যান ট্রাম্প। তিনি বলেন, দেয়াল নির্মাণের জন্য কংগ্রেস যদি অর্থ বরাদ্দ না দেয়, তবে আইনপ্রণেতাদের পাশ কাটাতে আমি সম্ভবত, বলা চলে অনেকখানি নিশ্চিতভাবেই জরুরি অবস্থা ঘোষণা করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')