international
 12 Jan 19, 12:26 PM
 50             0

চিলিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

চিলিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ চিলির দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। কর্তৃপক্ষ জানায়, গতকাল শুত্রুবার দেশটির ভালদিভিয়ার কাছের মহাসড়কে এক মালবাহী ট্রাক পরপর একটি গাড়ি ও রোগীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির তিন যাত্রী ও রোগীবাহী ভ্যানের ছয়জন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় গাড়িতে থাকা ১০ মাস বয়সী এক শিশু। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে শিশুসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরইমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে চিলি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')