News71.com
 International
 06 Feb 19, 06:02 AM
 128           
 0
 06 Feb 19, 06:02 AM

আফগানিস্তানে তালেবানের হামলা॥৩৭ সেনা-পুলিশের সদস্য নিহত  

আফগানিস্তানে তালেবানের হামলা॥৩৭ সেনা-পুলিশের সদস্য নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবানের পৃথক দু’টি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই দেশটির সেনাবাহিনী এবং পুলিশের সদস্য। গতকাল মঙ্গলবার কুন্দুজের একটি সামরিক ঘাটিতে দিনের প্রথম হামলাটি চালায় তালেবান। এতে ঐ ঘাঁটিতে থাকা সশস্ত্র বাহিনীর ২৬ সদস্য নিহত হন। এদের মধ্যে ২৩ জন সেনাবাহিনীর আর বাকি ৩ জন পুলিশের সদস্য বলে নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলের প্রধান ইউসুফ আইয়ুবী। একই ঘটনায় আহত হয় দেশটির সরকারি বাহিনীর আরও ১২ সদস্য। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে দুই পক্ষের সশস্ত্র যুদ্ধ। এক পর্যায়ে সরকারি বাহিনীর অতিরিক্ত সৈন্য যোগ দিলে পিছু হটে তালেবান যোদ্ধারা। কুন্দুজ আবারও তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার আশংকা প্রকাশ করে ইউসুফ আইয়ুবী বলেন, কুন্দজ ও এর আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

অন্যদিকে বাগলান প্রদেশের উত্তর অংশে পুলিশের একটি তল্লাশী চৌকিতে তালেবানের হামলায় নিহত হয়েছে ১১ পুলিশ সদস্য। গত সোমবার রাতে এই হামলা চালানো হয় বলে জানায় বাগলান রাজ্য কাউন্সিল। কাউন্সিলের প্রধান সাফদার মহসিনি জানান, বাগলানের মারকাজি জেলার একটি পুলিশ চৌকিতে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্য ৫ পুলিশ সদস্য আহত এবং চৌকিতে থাকা সব অস্ত্র ও গোলাবারুদ তালেবান সদস্যরা লুট করে বলেও জানান মহসিনি। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান হঠাৎ করেই হামলে পড়লো যখন সংগঠনটির প্রতিনিধিরা শান্তি প্রক্রিয়ার জন্য মস্কোতে আলোচনা করছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং বিরোধী দলীয় শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন গোত্রের প্রধানদের সঙ্গে শান্তি আলোচনা চলছে তালেবান প্রতিনিধিদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন