News71.com
 International
 06 Feb 19, 12:34 PM
 102           
 0
 06 Feb 19, 12:34 PM

আফগান সরকারকে বাদ দিয়ে শান্তি চুক্তি সফল হবে না॥মার্কিন জেনারেল

আফগান সরকারকে বাদ দিয়ে শান্তি চুক্তি সফল হবে না॥মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্কঃ শান্তি চুক্তিকে সফল করতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনায় আফগান সরকারকে অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। গতকাল মঙ্গলবার এক শীর্ষ মার্কিন জেনারেল একথা জানান। তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের মাসব্যাপী আলোচনার বাহ্যত লক্ষ্য ছিল কাবুলের সাথে আলোচনায় তাদের রাজি করানো। কিন্তু তালেবানরা প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয়। তারা কাবুলের সরকারকে যুক্তরাষ্ট্র সমর্থিত পুতুল হিসেবে দেখে থাকে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভটেল মার্কিন আইনপ্রনেতাদের বলেন, চূড়ান্তভাবে, আমাদের তালেবান-আফগানিস্তানের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, কেবলমাত্র তারাই এ বিরোধের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদের নেতৃত্বে এ আলোচনা শুরু হয়। টুইটারে গতকাল মঙ্গলবার দেয়া এক বার্তায় ঘানি বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে কথা বলেছেন। তিনিও শান্তি প্রক্রিয়ায় আফগান সরকারের আন্তরিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন