international
 08 Feb 19, 07:12 AM
 10             0

ভারতের কাশ্মীরে তুষারধস॥ ছয় পুলিশসহ নিখোঁজ ১০

ভারতের কাশ্মীরে তুষারধস॥ ছয় পুলিশসহ নিখোঁজ ১০

 আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরে তুষারধসে ছয় পুলিশসহ অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুলগাম জেলার শ্রীনগরের ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত একটি পুলিশ ফাঁড়ির ওপর তুষার ধসের ঘটনা ঘটে। বরফ চাপা থেকে ১০ জন বের হয়ে আসলেও এখনো ১০ জন আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ছয় পুলিশ সদস্যের পাশাপাশি দমকল বাহিনীর দুইজন ও আরো দুজন বেসামরিক নাগরিক রয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার তুষারধসে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় ৭৮টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')