News71.com
 International
 08 Feb 19, 07:17 AM
 113           
 0
 08 Feb 19, 07:17 AM

কলকাতার পুলিশের কমিশনারকে তলবকারী সিবিআই কর্তাকে দিল্লিতে তলব॥

কলকাতার পুলিশের কমিশনারকে তলবকারী সিবিআই কর্তাকে দিল্লিতে তলব॥

আন্তর্জাতিক ডেস্কঃ সারদা নিয়ে তৎপর হয়েছে সিবিআই। আইপিএস রাজীব কুমারকে তদন্তের স্বার্থে তলব করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারকে তলবের ঘটনায় কার্যত জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে নারদ-কাণ্ড নিয়েও তৎপর হয়ে উঠেল কেন্দ্র। নারদ-কাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব করা হল দিল্লিতে। শুক্রবারই তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে তলব করা হয়েছে। সদ্য সিবিআই প্রধানের দায়িত্বে এসেছেন ঋষিকুমার শুক্লা। তিনিই নারদ-কান্ড নিয়ে জানতে চাইবেন রঞ্জিৎ কুমারের কাছে। ওই ঘটনায় কী কী তথ্য প্রমাণ রয়েছে সেই সম্পর্কে জানতে চাইবেন তিনি। তাই কেস ডায়েরি নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া এদিকে সারদা কেলেঙ্কারী নিয়ে সিবিআই জেরার মুখোমুখি হতে চলেছেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।


আগামীকাল শনিবার, তাঁকে তলব করা হয়েছে। শিলং-এ তিনি সিবিআই অফিসারদের জেরার মুখোমুখি হবেন। চিটফাণ্ড কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে শিলংয়ে হাজির থাকতে বলেছে৷ কিছুদিন আগেই নারদ কান্ডে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের মেয়েকে তলব করে ইডি৷ সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে একজন অভিনেত্রীও বটে৷ সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাকে হাজির হতে নোটিশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কিন্তু শ্রেয়া ইডিকে চিঠি দিয়ে কিছুদিন সময় চেয়ে নেন। গত ডিসেম্বরে নারদ তদন্তের অগ্রগতি জানতে সিবিআইকে চিঠি দেন ম্যাথু স্যামুয়েল৷ তবে ম্যাথুকে তারা এবিষয়ে জানাতে বাধ্য নয়৷ যদিও ইতিমধ্যেই নারদ তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই৷
ছবির সত্যতা যাচাই করেনি kolkata24x7.com ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছিল নারদ কাণ্ড৷ তারপর বহু জল গড়িয়েছে৷ কেটে গিয়েছে দু’বছর৷ কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে খুশী নন ম্যাথু স্যামুয়েল৷ তাই তিনি নারদ কাণ্ডে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সিবিআইকে চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর৷ সেখানে তিনি জানতে চান, এই কাণ্ডের তদন্তের স্বার্থে তদন্তকারী আধিকারিকরা তাকে বহুবার তলব করেছে৷ তদন্তের স্বার্থে প্রতিবারই সিবিআই দফতরে তিনি গিয়েছেন। সিবিআইকে সমস্ত ধরনের নথিও দিয়েছেন তিনি। কিন্তু এই তদন্ত বর্তমানে কোন পথে রয়েছে তা নারদ কর্তা জানেন না৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন