News71.com
 International
 08 Feb 19, 01:50 PM
 135           
 0
 08 Feb 19, 01:50 PM

ভারতে বেকারত্ব বেড়েছে আর পশ্চিমবাংলায় কমেছে॥ মমতা ব্যানার্জি

ভারতে বেকারত্ব বেড়েছে আর পশ্চিমবাংলায় কমেছে॥ মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্কঃ কর্মসংস্থান নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দিলেন সারা দেশে যখন গত বছরেই ২কোটি মানুষ কর্মহীন হয়েছে তখন বাংলায় ৪০ শতাংশ বেতারত্ব কমেছে৷ দেশের কর্মসংস্থানের পরিস্থিতিকে ভয়াবহ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, বাংলায় বিনিয়োগের সেরা গন্তব্য৷ সামনেই লোকসভা নির্বাচন৷ চরমে কেন্দ্র রাজ্য সংঘাত৷ সেই সংঘাতের জের এসে পড়ল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর ভাষণে৷ প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সব রাজ্যের উন্নতি হোক বলে আহ্বান জানিয়েছিলেন৷ তবে একই সঙ্গে জানাতে ভোলেননি মোদীর সরকার বস্তুত বাতিলের তালিকায়৷ নতুন সরকার দেশের শাসন ক্ষমতার দায়িত্বে এলে নতুন শিল্প নীচি ঘোষণা করবে৷ তখন আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন৷ আজ শুক্রবার মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনের মঞ্চে বলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ এসেছে৷ এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে৷ যা সারা দেশের মধ্যে নজরকাড়া। এই প্রসঙ্গেই উঠে আসে বেকারত্বের কথা৷ মমতা তুলনা টানেন ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতির৷ মুখ্যমন্ত্রীর দাবি, জিএসটি, নোটবন্দির ফলে গত বছরই দেশে ২ কোটি মানুষ কাজ হারিয়েছেন৷ কিন্তু এরাজ্যের উলটো ছবি৷


প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমানো হয়েছে৷ ২০১৬ সালের ৮ই নভেম্বর নোটবন্দির ঘোষণা হতেই প্রথম বিরোধীতা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর অন্যন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলের তরফেও নোটবন্দির বিরোধীতা করা হয়৷ তৃণমূল সুপ্রিমোর দাবি নোটবন্দি, জিএসটি লাগুর ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে৷ কর্মহীন হয়েছেন বহু মানুষ৷ শিল্পপতিরা বিনিয়োগ করতে পারচ্ছেন না৷ ফলে তৈরি হচ্ছে না কর্মসংস্থানের৷ দেশের যখন এই অবস্থা, তখন বাংলায় বিনিয়োগ এসেছে গত কয়েক বছরে৷ এই বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বিনিয়োগের প্রস্তাব আশাপ্রদ৷ লোকসভার আগে এই তুলনা দেশ বিদেশের শিল্পপতিদের সামনে পেয়ে বড় পরিসরে তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷মুখ্যমন্ত্রী জানান, চলতি সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের প্রস্তাব এসেছে ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার৷ পরিকাঠামো তারি করা হয়েছে৷ প্রয়োজনে আরও করা হবে৷ এই বিনিয়োগ হলে প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষের কর্ম সংস্থান হবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘সম্মেলন থেকে ৮৬টি মউ সাক্ষর হয়েছে৷ যা ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত আশাব্যঞ্জক৷ এবারের শিল্প সম্মেলনে ৩৬টি দেশের প্রায় ৪ হাজার শিল্পপতি অংশগ্রহণ করেছেন৷ সম্মেলনের বিনিয়োগের প্রস্তাব দেখে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, বাণিজ্য সম্মেলনের ফলাফল চমৎকার৷ বেস্ট বেঙ্গল গড়ে কোলার পেছনে এর ভূমিকা অনস্বীকার্য৷ যা দেতে শেখা উচিত অন্যান্য রাজ্যের৷ তাঁর দাবি, ভবিষ্যতে বিনিয়োগের গন্তব্য বাংলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন