News71.com
 International
 09 Feb 19, 04:57 AM
 116           
 0
 09 Feb 19, 04:57 AM

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে নির্বাচন ২৩ মার্চ।।  

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে নির্বাচন ২৩ মার্চ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচন আসন্ন। এরই মধ্যে দেশটির প্রায় সব রাজ্যেরই নির্বাচন শেষ হয়ে গেছে। বাকি আছে শুধু নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। আগামী ২৩ মার্চ এই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ৫৭তম রাজ্য সংসদ নির্বাচন। রাজ্য সংসদের নিম্নকক্ষের ৯৩টি এবং উচ্চকক্ষের ২১টি আসনের জন্য নির্বাচন হবে। রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী (প্রিমিয়ার) গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। তিনি দুই সরকারের অধীনে দুই মেয়াদে দীর্ঘ আট বছর ধরে মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তৃতীয়বারের জয়ের জন্য গ্ল্যাডিস এবার লড়বেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতা মাইকেল ডেলির সঙ্গে। এনএসডব্লিউ রাজ্য সংসদ শেষ হওয়ার পরপরই দেশটির নতুন সরকার গঠনের জন্য নির্বাচন শুরু হবে।

রাজ্য নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল লিবারেল ও লেবার পার্টি। সরকার দল লিবারেল পার্টির পূর্ণ সমর্থন পাচ্ছেন গ্ল্যাডিস। আগামী সপ্তাহজুড়ে দেশের ট্রেড ইউনিয়নের সঙ্গে বৈঠক করতে শুরু করবে দলটি। রাজ্য নির্বাচনে দলকে অর্থ সহযোগিতা করতেই মূলত এই বৈঠক। রাজ্য নির্বাচনী ক্যাম্পেইনে তৃতীয় পক্ষ কোনো দল ৫ লাখ থেকে ১০ লাখ অস্ট্রেলীয় ডলার খরচ করতে পারবে বলে উল্লেখ রয়েছে নির্বাচনী তহবিল আইনে। যদিও গত বছর সংশোধিত এই আইনের বিরুদ্ধে অনেকেই কথা বলেছেন। ২০১৫ সালের নির্বাচনে এনএসডব্লিউ রাজ্য নির্বাচনে তিনটি অন্যতম তৃতীয় পক্ষ খরচ করে প্রায় ৩০ লাখ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন