News71.com
 International
 09 Feb 19, 04:59 AM
 107           
 0
 09 Feb 19, 04:59 AM

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিল রাশিয়া।।  

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিল রাশিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি- আইএনএফ থেকে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে বেরিয়ে গেলে, গতকাল শুত্রুবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে মস্কো যে কোনো সংলাপের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। একইসঙ্গে যুক্তরাষ্ট্র বহুদিন থেকেই আইএনএফ চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে বলেও দাবি কোরেছে রাশিয়া। অন্যদিকে আলোচনার মাধ্যমে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে চলমান সঙ্কট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। ১৯৮৭ সালে সম্পাদিত মধ্যপাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আইএনএফ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। প্রশ্ন ওঠে দেশদুটির অভ্যন্তরীণ নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে।

এরমধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে ওই চুক্তি বেরিয়ে গেলে নিজেদের নিরাপত্তার স্বার্থে, প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকগুণ শক্তিশালী করবে মস্কো। গতকাল শুত্রুবার সংবাদ সম্মেলনে সহকারী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র চাইলে আলোচনায় প্রস্তুত রাশিয়া। সহকারী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আমরা অস্ত্র তৈরীর কোন প্রতিযোগীতায় জড়াতে চাই না। তবে যুক্তরাষ্ট্র একের পর এক নেতিবাচক সিদ্ধান্ত নিতে থাকলে আমরাও বসে থাকবো না। যেকোন হুমকি মোকাবিলায় আমরা আমাদের শক্তি বাড়াবো। একইসঙ্গে যেকোন শান্তিপূর্ণ সমাধানে আগ্রাহী রাশিয়া। একইসঙ্গে রোমানিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে মস্কো রুশ প্রতিরক্ষা দফতরের মুখপাত্র দাবি করেন, রোমানিয়ায় মার্কিন সামরিক শক্তির উপস্থিতি রাশিয়া নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন