News71.com
 International
 09 Feb 19, 07:53 AM
 161           
 0
 09 Feb 19, 07:53 AM

দিল্লিতে বিজেপি সরকার ছিল বলেই বাংলাদেশের সাথে স্থলসীমান্ত চুক্তি হয়েছে॥নরেন্দ্র মোদি  

দিল্লিতে বিজেপি সরকার ছিল বলেই বাংলাদেশের সাথে স্থলসীমান্ত চুক্তি হয়েছে॥নরেন্দ্র মোদি   

আন্তর্জাতিক ডেস্কঃ কেন্দ্রে বিজেপির মতো এক মজবুত সরকার ছিল বলেই বাংলাদেশের সাথে বহু প্রতিক্ষীত স্তলসীমান্ত চুক্তি হয়েছে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অভিমত, এই চুক্তির ফলে বহু মানুষের উপকার হয়েছে। তবে কিছু সমস্যা থেকে গেলেও আগামী মিনে সেই সমস্যা মিটে যাবে বলেও আশাবাদী তিনি। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এক জনসভা থেকে মোদি বলেন আপনার একটা ভোট কেন্দ্রের মজবুত সরকার গঠনে সহায়তা করবে। আর এই সংখ্যাগরিষ্ঠ সরকারেই ক্ষমতা আছে দেশের উন্নয়নকে তরান্বিত করা। আপনারা ভাবুন, সাড়ে চার বছর আগে আপনারা যদি একটি শক্তিশালী সরকারকে ক্ষমতায় না আনতেন তবে ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা আজও মিটত না। এই সমস্যা আমাদের সরকারই সমাধান করেছে।

আর এর সুফল হাজার হাজার পরিবার পাচ্ছে। যেসব পরিবারে এখনও কিছু সমস্যা রয়ে গেছে, তাদের সমস্যা দূরীকরণেও সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ৩১ ডি জাতীয় সড়কের ফলাকাটা-সলসলাবাড়ী অংশে চার লেন সড়কের ভিত্তি প্রস্তার স্থাপন করে মোদি বলেন, প্রায় ২ হাজার কোটি রুপি ব্যয়ে এই প্রকল্প শেষ হয়ে গেলে শিলিগুড়ি থেকে যাতায়াতা করাটা অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া জলপাইগুড়ি ও আশপাশের এলাকার সাথে রেল ও বিমানপথেও কানেকটিভিটি সহজতর হবে। এই অঞ্চলে কানেকটিভিটি বৃদ্ধিতে কেন্দ্রের সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে নেপাল ও বাংলাদেশ সাথে সংযোগ রক্ষার জন্য এশিয়ান হাইওয়ে-২ এবং এশিয়ান হাইওয়ে-৪৮ সহ হাজার হাজার কোটি রুপির প্রকল্পগুলোর কাজও কেন্দ্র সরকার শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন