News71.com
 International
 09 Feb 19, 01:40 PM
 169           
 0
 09 Feb 19, 01:40 PM

কংগ্রেসের সুরেই রাফায়েল ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে শিবসেনার তীব্র আক্রমণ॥

কংগ্রেসের সুরেই রাফায়েল ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে শিবসেনার তীব্র আক্রমণ॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাফায়েল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রতিদিনই বাড়ছে শাসক-বিরোধী তরজা৷ নিয়ম করে রোজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার রাফায়েল নিয়ে শরিক দল শিবসেনার সমালোচনায় বিদ্ধ হতে হল বিজেপিকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে শিবসেনার প্রশ্ন,বায়ুসেনা নাকি ঋণগ্রস্ত শিল্পপতি- কার স্বার্থে করা হয়েছে রাফায়েল চুক্তি? আজ শনিবার দলের মুখপাত্র সামনায় শিবসেনা বিজেপির দেশভক্তি নিয়ে কটাক্ষ করেছে৷ জানিয়েছে, বিজেপির আমলে দেশভক্তির সংজ্ঞা বদলে গিয়েছে৷ যারা রাফায়েল চুক্তি নিয়ে ভালো ভালো কথা বলবে তারা দেশপ্রেমী৷ যারা এর দাম নিয়ে প্রশ্ন তুলবে তাদের গায়ে দেশদ্রোহীর তকমা লাগিয়ে দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাফায়েল নিয়ে একের পর এক প্রশ্ন করা হয়েছে সামনায়৷ লেখা হয়েছে, গত বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে দেশভক্তি নিয়ে অনেক কথা বলেছেন মোদী৷ রাফায়েল চুক্তির স্বপক্ষেও অনেক কিছু বলেছে৷ কিন্তু পরের দিনই এমন একটি নোট সামনে এসেছে যা সেদিন সংসদের দাঁড়িয়ে দেশভক্তি নিয়ে বড় বড় কথা বলছিল তাদের মুখ বন্ধ করে দিয়েছে৷ নাম না নিয়ে সামনায় শিবসেনা জানিয়েছে, এই চুক্তি কার স্বার্থে করা হয়েছে?

বায়ুসেনার শক্তি বাড়াতে নাকি অর্থ সঙ্কটে ভোগা শিল্পপতিকে? সেটা বলা দরকার৷ গতকাল শুক্রবার রাফায়েল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের এক চাঞ্চল্যকর নোট ফাঁস হয়৷ তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকে লেখা নোটে প্রতিরক্ষা সচিব জি মোহনকুমার লিখেছেন, ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর কূটনৈতিক পরামর্শদাতার সঙ্গে প্রধানমন্ত্রীর অফিস যে কথা বলেছে তা সমান্তরাল আলোচনা ছাড়া আর কিছু নয়৷ এই নোট বিরোধীদের হাতে রাফায়েল নিয়ে নতুন অস্ত্র তুলে দেয়৷ সেই কথা তুলে ধরে সামনায় লেখা হয়েছে, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া যেতে পারে৷ কিন্তু তাতে সত্য চাপা থাকে না৷ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে দেশের সেনাবাহিনীকে দূর্বল করে তোলার অভিযোগ তুলেছেন৷ কিন্তু পরের দিন যে ডকুমেন্ট সামনে এসেছে তাতে পরিস্কার এই চুক্তি করতে মোদীর ব্যক্তিগত স্বার্থ কতটা৷ মোদী নিজে রাফায়েল চুক্তির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত৷ কিন্তু যাদের জড়িত থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী, সচিব তাদের এই চুক্তি থেকে দূরে রাখা হয়েছে৷ মোদী নিজেই রাফায়েলের দাম ঠিক করেছেন৷ কাকে কনট্রাক্ট দেওয়া হবে সেটাও তিনি ঠিক করেছেন৷ তাই তাকে সব অভিযোগ ও সমালোচনা হজম করতে হবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন