News71.com
 International
 09 Feb 19, 01:46 PM
 173           
 0
 09 Feb 19, 01:46 PM

শিলংয়ে সিবিআই আধিকারিকদের জেরার মুখে মুখোমুখি রাজীবকুমার॥

শিলংয়ে সিবিআই আধিকারিকদের জেরার মুখে মুখোমুখি রাজীবকুমার॥

আন্তর্জাতিক ডেস্কঃ শিলংয়ে সিবিআই দফতরে পৌঁছলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর সামনে তিন সেট প্রশ্ন তৈরি করা হয়েছে। যাতে ২২টি পাতা রয়েছে। যেখানে মোট ৩০ থেকে ৪০ টি প্রশ্ন রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ডিএসপি র্যাং কের একজন সিবিআই আধিকারিক, এসপি র্যাং কের সিবিআই আধিকারিকরা কলকাতা পুলিশ কমিশনারের বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বয়ান রেকর্ডের সময় রাজীব কুমারের আইনজীবী থাকতে চেয়ে সিবিআইয়ের কাছে আবেদন জানালে তা খারিজ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআইয়ের তরফে পালটা জানিয়ে দেওয়া হয় যে, বয়ান রেকর্ডের সময় কাউকে থাকতে দেওয়া হবে না। রাজীব কুমারের সঙ্গে এসেছেন মূরলীধর শর্মা এবং জাভেদ শামিম। তাঁদেরকেও সিবিআই দফতরের রিসেপশনে বসিয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শিলংয়ে সিবিআই দফতর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গেটের সামনে মোতায়েন করা হয়েছে কমান্ডো। কাউকে সিবিআই দফতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন